BRAKING NEWS

গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : চপ্পল কাণ্ডে জড়িত শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার

রবীন্দ্র গায়কোয়াড়

ইন্ডিয়া| ১৫ দিনের বিমান যাত্রার নিষেধাজ্ঞার পর শুক্রবার এই সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া| অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের হস্তক্ষেপেই কার‌্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
বিমানে বসার জায়গা পছন্দ না হওয়ায় দিনপনেরো আগে এক বিমান কর্মীকে সর্বসমক্ষে ২৫বার জুতো মারেন গায়কোয়াড়| তিনি দাবি করেন, আক্রান্ত কর্মীই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, তাঁকেই তাঁর কাছে ক্ষমা চাইতে হবে| এরপরই তাঁর বিমানে চড়া বন্ধ হয়ে যায়| ইন্ডিগো, স্পাইসজেট জানিয়ে দেয়, বিশৃঙ্খল ওই যাত্রীকে আর তাদের বিমানে জায়গা দেওয়া হবে না| একই কাজ করে সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়া| বারবার গায়কোয়াড় বিমানে চড়ার চেষ্টা করেছেন, একবারও সফল হননি|
শেষমেষ গতকাল সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার পর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে দুঃখপ্রকাশ করে চিঠি লেখেন তিনি| এরপরই মন্ত্রক থেকে লিখিতভাবে এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়, গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে| বিমান পরিবহন সূত্রে খবর, জাতীয় সংস্থা যখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, বেসরকারি সংস্থাগুলিও একই পথে হাঁটবে বলে আশা|
যদিও এর আগে আজই গায়কোয়াড়ের টিকিট ৱুকিং বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া| এই নিয়ে গত ২ সপ্তাহে সপ্তমবার বিমানে চড়ার চেষ্টা করে ব্যর্থ হলেন তিনি|
জানা গিয়েছে, ঠিক হয়েছে, পুলিশ তাদের তদন্ত যেমন চালাচ্ছে, চালিয়ে যাবে| পাশাপাশি সাংসদও কথা দেবেন, ভবিষ্যতে ভদ্র আচরণ করবেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *