BRAKING NEWS

হিমাচল প্রদেশের তুষারপাত ও বৃষ্টিতে আটকে পড়েছেন অন্তত ৭০ জন বাঙালি পর‌্যটক

সিমলা, ৭ এপ্রিল (হি.স.) : কলকাতার গরম থেকে সাময়িক নিস্তার পেতে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে দুর্ভোগে বহু বাঙালি পর‌্যটক| হিমাচলে তুষারপাত ও বৃষ্টিতে আটকে পড়েছেন অন্তত ৭০ জন বাঙালি পর‌্যটক| এই ৭০ জনের মধ্যে মহিলারা যেমন আছেন, তেমনি বেশ কয়েকজন শিশুও আছে|
বিভিন্ন পর‌্যটন সংস্থার মাধ্যমে তাঁরা গিয়েছিলেন হিমাচল প্রদেশে বেড়াতে| শুরুর দিকে তেমন সমস্যা হয়নি| দিব্যি উপভোগ করেছেন বিভিন্ন শৈলশহর| কিন্তু মঙ্গলবার থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে| বিভিন্ন এলাকায় বরফে গাড়ি আটকে যায়| সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন| খাবার, পানীয় জলের ব্যবস্থা নেই| অনেকে অসুস্থ হয়ে পড়েছেন| ওষুধও পাওয়া যাচ্ছে না|
পর‌্যটকদের অনেকেই বারাসত ও সংলগ্ন এলাকার| বাড়ির লোকেরাও উদ্বিগ্ন| গত দুদিন ধরে ঠিকমতো যোগাযোগও করা যাচ্ছে না| টেলিফোনেও অনেকে লাইন পাচ্ছেন না| ফলে, দুশ্চিন্তা আরও বাড়ছে| তাঁদেরই অনেকে যোগাযোগ করেছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে| রাজ্য পর‌্যটন দফতরের কর্তারাও বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন| হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *