BRAKING NEWS

ব্যাগে দু’টি হ্যান্ড গ্রেনেড, শ্রীনগর বিমানবন্দরে ধৃত দার্জিলিং-এর জওয়ান

শ্রীনগর, ৩ এপ্রিল (হি.স.): দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড নিয়ে দিল্লির বিমানে ওঠার আগেই ধরা পড়ে গেলেন দার্জিলিং-এর বাসিন্দা এক সেনা জওয়ান| ধৃত সেনা জওয়ানের নাম হল ভূপাল মুখিয়া| তিনি ১৭ জম্মু ও কাশ্মীর রাইফেলসের জওয়ান| কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর তিনি কর্মরত ছিলেন| শ্রীনগর বিমানবন্দরে ওই জওয়ানকে গ্রেফতার করার পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড|

সোমবার সকালে শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লির বিমানে চড়ার কথা ছিল দার্জিলিং-এর বাসিন্দা ওই সেনা জওয়ানের| কিন্তু, তাঁর লাগেজে তল্লাশি চালিয়ে দেখা যায়, তাতে দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড রযেছে| সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘বিমানবন্দরের অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াড গ্রেফতার করেছে মুখিয়াকে| তিনি দার্জিলিং-এর ভোসোলি গাওম গ্রামের বাসিন্দা|’ গ্রেফতার করার পর ভূপালকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মধ্য কাশ্মীরের হুমামা থানায়| জেরায় ওই জওয়ান জানিয়েছেন, ‘বাড়ির পুকুরে বিস্ফোরণ ঘটিয়ে মাছ ধরার জন্যই ওই গ্রেনেড সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন তিনি|’

শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেশের অন্যান্য বিমানবন্দর গুলির তুলনায় অন্যতম সেরা| সকালেই সেনা জওয়ানের ব্যাগ থেকে দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *