দুবাইয়ে নির্মীয়মান বহুতলে আগুন, হতাহতের খবর নেই

দুবাই, ২ এপ্রিল (হি.স.) : দুবাইয়ে এমার বহুতলে আগুন। রবিবার সকালে আগুন লাগল বুর্জ খলিফার কাছে অবস্থিত এই নির্মীয়মান আবাসনে। এদিনের অগ্নিকান্ডে হতাহতের খবর না থাকলে আশপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। দুবাই সরকার জানিয়েছে, আবাসনটি তৈরি করছে রিয়েল এস্টেট সংস্থা এমার। তিনটি টাওয়ারে ৬০টি করে তল রয়েছে। ২০১৮ সালের এপ্রিলে নির্মাণ শেষ হওয়ার কথা।
সম্প্রতি দুবাইয়ের বহুতলে আগুন লাগার ঘটনা বেড়েছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর দুবাইয়ের ডাউনটাউন হোটেলে আগুন লাগে। সারা দুনিয়া জুড়ে আতঙ্ক ছড়ায়। তবে কেউ মারা যাননি। আহত হন ১৬ জন। বিশেষজ্ঞরা বলছেন, বহুতল নির্মাণে দাহ্য জিনিস ব্যবহার করা হচ্ছে বলেই আগুন লাগার ঘটনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *