BRAKING NEWS

আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠক ৯ এপ্রিল, নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ মার্চ৷৷ আগামী ৯ এপ্রিল আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী রাজনাথ সিং৷ কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষয়ে পাঞ্ছি কমিশনের সুপারিশগুলি সম্পর্কে আলোচনাই এই বৈঠক আহ্বানের উদ্দেশ্য৷ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী, কেন্দ্রীয় অর্থনীতি ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী, নগরোন্নয়ন, আবাসন ও শরাঞ্চলের দারিদ্র্য দূরীকরণ তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সড়ক পরিবহণ, মহাসড়ক ও জাহাজ চলাচল দপ্তরের মন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা৷
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৫ সালে গঠিত পাঞ্ছি কমিশনের পক্ষ থেকে এক রিপোর্ট পেশ করা হয় ২০১০-এ৷ ঐ রিপোর্টের সুপারিশগুলি খতিয়ে দেখে সে সম্পর্কে মতামত পাঠায় সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারগুলি৷ এই সমস্ত মতামত বিশ্লেষণের পরতা অন্তর্ভুক্ত করা হয়েছে উচ্চ পর্যায়ের এই স্থায়ী কমিটিরবৈঠকের আলোচ্যসূচিতে৷ আগামী ৯ এপ্রিলের বৈঠকে কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষয়ে যে সমস্ত আলোচনা মোটামুটি প্রাধান্য পেতে পারে তার মধ্যে রয়েছে ঃ ১ রাজ্যপালদের ভূমিকা৷ ২ কেন্দ্রের অনুমোদন দেওয়া বিভিন্ন কর্মসূচি এবং কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে আর্থিক সহায়তাদান৷ ৩ দেশের জন্য এক অভিন্ন কৃষি বিপন্ন ব্যবস্থা গড়ে তোলা৷ ৪ পরিষেবা প্রসারের কাজে রাজ্যগুলিকে আরও নিবিড়ভাবে যুক্ত করা৷ ৫) আন্তঃরাজ্য পরিষদকে আরও গতিশীল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এবং৷ ৬ কেন্দদ্র ও রাজ্যগুলির পক্ষ থেকে আর্থিক পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার পন্থাপদ্ধতি স্থির৷
এবারের বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে যে দীর্ঘ ১১ বছরের ব্যবধানে এই প্রথম আন্ত-রাজ্য পরিষদের স্থায়ী কমিটির বৈঠক আয়োজিত হতে চলেছে৷ স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সুপারিশগুলি পেশ করা হবে আন্তঃরাজ্য পরিষদের পরবর্তীবৈঠকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *