BRAKING NEWS

বহির্রাজ্যের প্রতারককে রামধোলাই শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ মার্চ৷৷ স্বর্ণালঙ্কার পরিস্কার করার নামে প্রতারণা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক প্রতারক৷ অপর এক প্রতারক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর মনসাবাড়িতে৷ এই ব্যাপারে শান্তিরবাজার থানায় একটি মামলা করা হয়েছে৷ পুলিশ গ্রেপ্তার করেছে প্রতারককে৷
জানা গিয়েছে, বিহার ও শিলিগুড়ির দুই প্রতারক বৃহস্পতিবার দুপুরে মনসাবাড়ি এলাকার বাসিন্দা কাজল দেওয়ানজির বাড়িতে যায়৷ মহিলাদের নানাভাবে ফুসলিয়ে তাদের স্বর্ণালঙ্কার পরিস্কার করার কাজ শুরু করে৷ হঠাৎ মহিলার স্বামী বাড়িতে আসেন৷ গৃহস্বামীর সন্দেহ হয় যে তারা প্রতারক৷ সেই মোতাবেক এক প্রতারককে সঙ্গে নিয়ে তিনি বাজারে জান৷ সেখানে গিয়ে একটি জুয়েলারী দোকানে স্বর্ণের একটি চেইন ওজন দিতে বলেন৷ দেখা গিয়েছে ওজন দেওয়া চেইনটি কমে গিয়েছে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি আশেপাশের লোকজনও জানতে পারেন৷ ব্যবসায়ীরা একত্রিত হয়ে এক প্রতারককে রামধোলাই দিয়েছে৷ তারপর পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ সেখানে গিয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে প্রতারক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ অন্যদিকে, সহকর্মীকে গণধোলাই দেওয়া হয়েছে খবর পেয়ে কাজল দেওয়ানিজর বাড়িতে বসে থাকা প্রতারক পালিয়ে যায়৷ প্রসঙ্গত, বহিঃরাজ্যের একটি প্রতারক চক্র রাজ্যের বিভিন্ন স্থানে এই ধরনের কাজকর্ম করে চলেছে৷ তাতে প্রতারিত হচ্ছেন বহু মানুষ৷ প্রাথমিক ভাবে যা লক্ষ্য করা গিয়েছে তাতে দেখা গিয়েছে, বাড়ির পুরুষ লোক যখন অনুপস্থিত তখনই প্রতারকরা জাল বিছায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *