BRAKING NEWS

বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারির নালিশ কেন্দ্রের কাছে জানাল এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল কেলেঙ্কারির নালিশ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রককে জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পরিষদের তরফে জানানো হয়েছে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ফলাফল নিয়ে কেলেঙ্কারি হয়েছে৷ এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী৷ তাদের গাফিলতির কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে৷ তাই এবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের দ্বারস্থ হতে হয়েছে৷ এদিন, পরিষদের নেতা হরি বুরিকার জানান, ফলাফল কেলেঙ্কারি নিয়ে হস্তক্ষেপের দাবিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে মেমোরেন্ডাম দাখিল করা হয়েছে৷ এবিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷ তিনি আরো জানান, ফলাফল কেলেঙ্কারি নিয়ে পরিষদ সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷
এদিকে, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা একটি ফোরাম গঠন করে বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে৷ ফোরামের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল কেলেঙ্কারির জন্য সর্বোতভাবে দায়ী৷ তাই কর্তৃপক্ষ কোনভাবেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেননা৷ ফলাফল কেলেঙ্কারির জন্য দোষীকে কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছে ফোরাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *