হ্যামিল্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

হ্যামিল্টন, ২৮ মার্চ (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড| মঙ্গলবার চতুর্থদিনের শেষে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮০ রানে পাঁচ উইকেট হারায়| ফলে কিউইদের থেকে এখনও ৯৫ রানে পিছিয়ে আছে|
দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রান করেছিল| জবাবে কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৮৯ রান করে| ফলে ১৭৫ রানের লিড নেয় তারা| তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধে করতে পারেনি| কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায়| কিন্তু দিন শেষে দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি কক সমান ১৫ রানে অপরাজিত থেকে খেলা শেষ হয়|