নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ বহিস্কার এবং অপসারনের গুতোয় আইপিএফটি ভেঙ্গে ছারখার হয়ে গেছে৷ অর্থ তছরূপের অভিযোগ এনে আইপিএফটি সভাপতি এন সি দেববর্মাকে পদ থেকে অপাসরণ করা হয়েছে বলে গত ২৩ মার্চ জানিয়েছিলেন বুধু দেববর্মারা৷ শনিবার আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির বর্ধিত অধিবেশনে বুধু দেববর্মা সহ সতজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাতে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত নিয়ে আইপিএফটি’র উপর পুরো কর্তৃত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন এন সি দেববর্মা৷ এদিন বহিস্কারের তালিকায় বুধু দেববর্মা সহ রয়েছেন অঘোর দেববর্মা, বিনয় দেববর্মা, রাজেশ্বর দেববর্মা, সুবোধ দেববর্মা, প্রবীর কলই এবং নক্ষত্র জমাতিয়া৷ প্রত্যেকেই আইপিএফটি’তে উচ্চ পদাধিকারী ছিলেন৷ স্বাভাবিকভাবেই এখন উপজাতিভিত্তিক এই আঞ্চলিক দলটি পাহাড়ে ধাক্কা খাবে বলে ধারণা করা হচ্ছে৷
তিপ্রাল্যান্ডের দাবিদার আইপিএফটি’তে গৃহযুদ্ধের আঁচ করতে পেরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেনে নিয়েছেন দলেরই একাংশ নেতৃত্ব৷ দলের সভাপতি এন সি দেববর্মার দাবি, এদিন আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির বর্ধিত কনভেনশনে অধিকাংশ নেতৃবৃন্দ তাঁর প্রতি আস্থা প্রদর্শন করেছেন৷ দলের সংবিধান উলঙ্ঘন করে সেদিন ঐ সাতজন দলবিরোধী কাজ করেছেন৷ ফলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে দলে বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে৷ এনসি বাবুর মতে, বিদ্রোহ দমনেই সাতজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
2017-03-26

