BRAKING NEWS

দিল্লির নারেলা এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত এক

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল একজনের| আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন আরও একজন| নিকটবর্তী হাসপাতালে তঁাকে ভর্তি করা হয়েছে| দিল্লি দমকলের পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁ ছয় দমকলের মোট ৩৫টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়| দমকলের তরফে জানানো হয়েছে, ৩৫টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও একজনের মৃতু্য হয়েছে| মৃত ব্যক্তির নাম হল বাবলু| অগ্নিদ্বগ্ধ অবস্থায় অনিল নামে আরও এক ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| তবে, শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *