আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ, ঢাকার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে ক্রয় করার বিষয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে৷ বাংলাদেশ ত্রিপুরা থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে৷ এবিষয়ে ঢাকায় গত ১৬ মার্চ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ঐবৈঠকে ভারত সরকারের তরফে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের চিফ ফিনান্স অফিসার এবং জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার৷ বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ দপ্তরের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব৷ রাজ্য থেকে ঐ বৈঠকে যোগ দিয়েছেন নিগমের টেকনিক্যাল ডিরেক্টর মহানন্দ দেববর্মা৷
তবে, চুক্তি কবে নাগাদ স্বাক্ষরিত হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হবে৷
এদিকে, সোমবার সকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় সমগ্র পূর্বোত্তরে৷ সূত্র অনুসারে জানা গেছে, এদিন নর্থ ইস্ট গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় পূর্বোত্তরে সবকটি রাজ্যে প্রভাব পড়ে৷ এর কারণে এদিন, পালাটানা এবং মনারচক থেকে কোন বিদ্যুৎ পাওয়া যায়নি৷ তবে, রাজ্যে এর প্রভাব মারাত্মকভাবে পড়েনি৷ এদিন, রাজ্যে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল৷ এদিন রাজ্যের চাহিদা ছিল ২০০ মেগাওয়াট বিদ্যুৎ৷ জানা গেছে, বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছে৷ ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ বাইরে থেকে কেনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷