ঢাকা, ১৮ মার্চ (হি.স.): বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-এর ওপর ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল| শনিবার সকালে র্যাব-এর তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা চালায় এক আত্মঘাতী জঙ্গি| তবে, জঙ্গি হামলা রুখে দিতে সক্ষম হয়েছে র্যাব| শনিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ পিঠে বোমা বেঁধে ঢাকার খিলগঁাওয় থানার শেখের জায়গায় নির্জন এলাকায় র্যাবের তল্লাশি চৌকিতে অতর্কিতে হামলার চেষ্টা করে এক মোটরবাইক আরোহী| নম্বরপ্লেটহীন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর সন্দেহজনক আচরণ দেখে গুলি চালায় র্যাব| র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৩-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, গুলির আঘাতে হামলাকারীর মৃতু্য হয়েছে|
এই ঘটনায় আহত হয়েছেন দুইজন র্যাব সদস্য| মুগদা সরকারি হাসপাতালে তঁাদের চিকিত্সা চলছে| র্যাব অফিসাররা জানিয়েছেন, হামলাকারীর দেহে বিস্ফোরক বঁাধা ছিল| উল্লেখ্য, শুক্রবারই ঢাকার আশকোনায় র্যাব দফতরে জঙ্গি হামলার ঘটনা ঘটে|