চুড়াইবাড়িতে পাচারের জন্য ট্রাকে রাখা পাঁচ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ মার্চ৷৷ পুনরায় চুড়াইবাড়ি থানার বিশাল সাফল্য৷ গোপন সূত্রের ভিত্তিতে অভিযোগ চালিয়ে

চুড়াইবাড়িতে উদ্ধার করা গাঁজা৷ শুক্রবার সকালে তোলা নিজস্ব ছবি৷

বিস্তর পরিমাণ গাঁজা আটক৷ গাঁজা সরবরাহে ব্যবহৃত ট্রাক আটক৷ ধৃত দুই৷ পুলিশ সূত্রে খবর গতকাল রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে  চুড়াইবাড়ি থানার পুলিশ চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকার আজির উদ্দিন পিতা নজির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়৷ আজির উদ্দিনের বাড়ির রাস্তায় দাঁড়ানো এএস-০১-ডিডি-৩৫৯৬ নম্বরের একটি সাদা রঙের ১১০৯ মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ২৪০ কেজি গাঁজা আটক করেছে৷ তার সঙ্গে গাঁজা সরবরাহকারী দুই ব্যক্তিকে আটক করতেসক্ষম হয়েছে পুলিশ৷ ধৃত দুই ব্যক্তি হল দিলীপ দেববর্মা (৩২) পিতা সুনীল দেববর্মা পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গা গ্রামের বাসিন্দা৷ অপরজন হল বিহারের বৈশালী জেলার মাদা গ্রামের বাসিন্দা দীনেশ কুমার(৩০) পিতা বিশ্বনাথ রায়৷ চুড়াইবাড়ি থানার পুলিশ বিস্তর পরিমাণ গাঁজা সহ  মিনি ট্রাক ও ধৃত দুই ব্যক্তিকে চুড়াইবাড়ি থানাতে নিয়ে আসে৷ এই বিশাল অভিযানটি চালিয়ে ছিলেন চুড়াইবাড়ি থানার ওসি বিজয় সেন, দেবব্রত দত্ত, জ্যোতিষ দাস সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে৷ এদিকে থানার ওসি বিজয় সেন জানান গোপন সূত্রের ভিত্তিতেই উনাদের এই বিশাল অভিযান৷ গোটা ঘটনাটির সুষ্ঠ তদন্ত চালাচ্ছে চুড়াইবাড়ি থানার পুলিশ৷ তিনি বলেন, আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা৷ তবে সম্প্রতি গাড়ি চালক রশিদ আলি পিতা সুরুজ আলি কৈলাসহরের শিবনাথপুরের বাসিন্দা সে পলাতক এবং সে বাড়িতে গাড়িটি রাখা ছিল সে বাড়িটির মালিক আজির উদ্দিন সেও পলাতক৷ তাদেরকে খোঁজে বের করলেই বর্হিরাজ্যে গাঁজাপাচার চক্রটি বেরিয়ে আসবে৷ শ্রীসেন আরো জানান,  গাঁজাগুলি পশ্চিম ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল৷  আগামীদিনেও  চুড়াইবাড়ি থানায় এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ অপরদিকে  আজ ধৃত দুই ব্যক্তিকে ধর্মনগর আদালতে প্রেরণ করেছে পুলিশ৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে চাষ করা হচ্ছে গাঁজা৷ আর এই গাঁজা বহিঃরাজ্যে ও বাংলাদেশে পাচার করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *