দাবিহীন ব্রিফকেসকে ঘিরে আতঙ্ক অমৃতসর বিমানবন্দরে, বাড়ানো হয়েছে নিরাপত্তা

অমৃতসর, ১৫ মার্চ (হি.স.): দাবিহীন পরিত্যক্ত ব্রিফকেসকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়াল অমৃতসর বিমানবন্দরে| শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর ভেঙ্কটেশ্বরা রাও জানিয়েছেন, ৱুধবার বিমানবন্দরের পার্কিং এলাকায় দাবিহীন একটি পরিত্যক্ত ব্রিফকেস দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখা যায়| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পঞ্জাব পুলিশের একটি দল, সিআইএসএফ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড| গোটা এলাকা ঘিরে ফেলা হয়|
তবে বিমানবন্দরের ডিরেক্টর ভেঙ্কটেশ্বরা রাও জানিয়েছেন, যে স্থানে দাবিহীন ব্রিফকেসটি পড়েছিল তা বিমানবন্দর বিল্ডিংয়ের বাইরে এবং সংবেদনশীল এলাকা থেকে কিছুটা দূরে| দাবিহীন ব্রিফকেসটি সম্পর্কে জানতে পার্কিং এলাকায় নিযুক্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| এই ঘটনার পরই অমৃতসর বিমানবন্দরের নিরাপত্তা আরও বহুগুণ বাড়ানো হয়েছে|