ইস্তফা দিলেন ইবোবি, কং-এর ১৫ বিধায়ক ভিড়বেন বিজেপিতে, দাবি

ইমফল (মণিপুর), ১৪ মার্চ, (হি.স.) : অবশেষে রাজ্যপাল নাজমা হেপাতুল্লার হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহ। দলে ভারী থাকায় তিনি এবং তাঁর দল কংগ্রেস দাবি করেছিল নতুন সরকার গড়তে রাজ্যপাল তাঁদের ডাকবেন। বিধায়ক সংখ্যার গণিতে বেশি দূর এগোতে পারলেও দাবি করেছিলেন কংগ্রেসকে সরকার গড়ার সুযোগ দেবেন রাজ্যপাল। কংগ্রেসের নিজের ২৮ বিধায়ক নিয়ে তিন বিধায়ক যোগাড় করতে হিমশিম খেয়ে মুখ থুবড়ে পড়েছেন বিজেপি-র রামমাধব ও হিমন্তবিশ্ব শর্মার কাছে।
এদিকে আজ মঙ্গলবার প্রায় তিনটে নাগাদ এনপিপি-র পর নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর চার বিধায়ক সশরীরে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারকে তাঁদের পূর্ণ সমর্থনের কথা লিখিতভাবে জানিয়ে এসেছেন রাজ্যপালকে। ইতিমধ্যে ৩২ জন বিধায়কের তালিকা নিয়ে রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন বিজেপির বিধায়িনী দলের নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ২ নম্বর হেনগাঙের বিধায়ক মণিপুরের প্রথম প্রাক্তন ফুটবলার নংথমবাম বীরেন সিংহ। গতকাল রাতে তিনি যখন তাঁর সমর্থিত তালিকা পেশ করতে রাজভবনে যান তখন সঙ্গে ছিলেন নেডা-র আহ্বায়ক তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ছিলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক রামমাধব, কেন্দ্রীয় দুই মন্ত্রী পীযূষ গোয়েল ও প্রকাশ জাভড়েকর। জাভড়েকর মণিপুরের কেন্দ্রীয় প্রভারীও।
এদিকে তৃণমূলের একমাত্র বিধায়ক তংব্রাম রবীন্দ্র সিংহ দলের হাইকমান্ডের বারণ সত্ত্বেও মণিপুরে নতুন সরকার গঠন করতে বিজেপিকে সমর্থনের কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। খোলাখুলি সমর্থন করেছেন ৪০ নম্বর জিরিবামে নির্দল আসাব উদ্দিনও।
উল্লেখ্য, আসাবকে খুব শীঘ্র আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে তাঁর নির্বাচন এলাকায় জোরদার দাবি ওঠেছে। এলাকায় এই দাবিতে অসংখ্য মানুষ অবস্থান ধরনায় বসেছেন গতকাল থেকে।
শূন্য থেকে ২১ বিধায়ক নির্বাচিত এবং তোড়ফোড় করে মণিপুরে সরকার গড়ার মূল কারিগর অসমের মন্ত্রী হিমন্তবিশ্বের দাবি খুব শীঘ্রই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কমপক্ষে ১৫ জন বিধায়ক বিজেপিতে নাম লেখাবেন। ইতিমধ্যে এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগও দিয়েছেন। দলত্যাগ আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গেলে বিধানসভায় সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এর জায়গায় ৫৯। সেই অঙ্ক কষেই ‘চাণক্য’বলে খ্যাত হিমন্ত মণিপুরের মানুষকে বিজেপি নেতৃত্বাধীন সরকার দিয়েছেন বলে মনে করা হচ্ছে।