রামেশ্বরম, ৭ মার্চ (হি.স.): ‘নিরপরাধ’ এক ভারতীয় মত্স্যজীবীকে গুলি করে হত্যা করল শ্রীলঙ্কার নৌসেনা| নিহত ভারতীয় মত্স্যজীবীর নাম হল ব্রিদগো (২২)| গুলিবিদ্ধ অবস্থায় সোমবার গভীর রাতে রামেশ্বরমের হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন| মত্স্যজীবীকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান মত্স্যজীবীরা| রামেশ্বরম ফিশারম্যান সমিতির সভাপতি এস এমিরেত জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে|
গত শুক্রবার রাতে নৌকা নিয়ে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দেন মত্স্যজীবীরা| তাদের মধ্যে একদল মত্স্যজীবীরা সোমবার তামিলনাড়ুর উপকূলবর্তী দনুশকোদি ও কাটচাথিভু জলসীমায় মাছ ধরছিল| অভিযোগ, হঠাত্ই তাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে শ্রীলঙ্কার নৌসেনা| গুলিবিদ্ধ হয়ে মৃতু্য হয়েছে একজন মত্স্যজীবীর| গুলিতে আহত হয়েছেন আরও একজন মত্স্যজীবী| তাঁর নাম সরাভনান| স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে|