BRAKING NEWS

ব্যাঙ্ককে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স, মৃত বাঙালি পাইলট

ব্যাঙ্কক ও নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ায় মৃতু্য হল বাঙালি পাইলটের| এযার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ায় পাইলটের মৃতু্য হলেও প্রাণে বেঁচে গিয়েছেন দুই জন চিকিত্সক সহ বিমানে থাকা অন্য চারজন| আশঙ্কাজনক অবস্থায় ব্যাঙ্ককের হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে| মৃত পাইলটের নাম হল অরুণাক্ষ নন্দী| সোমবার রাতে টুইট করে মৃত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|
গুরুতর অসুস্থ এক রোগীকে গুরগাঁওয়ের মেদান্ত মেডিসিটিতে নিয়ে আসার জন্য গত রবিবার সকাল ৮.৪২ মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দেয় ওই এয়ার অ্যাম্বুল্যান্সটি| বিমানে দুই জন পাইলট ছাড়াও তিনজন ভারতীয় চিকিত্সক ছিলেন| ব্যাঙ্কক থেকে কিছুটা দূরে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ক্র‌্যাশ ল্যান্ডিংয়ের চেষ্টা করেন দুই পাইলট| যদিও সেই পুরোপুরি সফল হয়নি| নিকটবর্তী একটি ছোট বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলেও তার বাইরেই মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি| সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়|
বিমানে থাকা দুই পাইলট সহ পাঁচজনকেই প্রথমে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়| কিন্তু বাঙালি পাইলট অরুণাক্ষ নন্দীর শরীরের প্রায় বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো যায়নি| টুইট করে বিদেশমন্ত্রী জানিয়েছেন, শৈলেন্দ্র এবং কোমল নামে এয়ার অ্যাম্বুল্যান্সে থাকা দুই জন চিকিত্সক আইসিইউ-তে ভর্তি রয়েছে| বিমানে থাকা বাকি দু’জনের আঘাত সামান্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *