BRAKING NEWS

৬৬ তম জন্মদিন নীতীশ কুমারের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৫১ সালের ১ মার্চ বখতিয়ারপুরে জন্মগ্রহণ করেন নীতীশ কুমার| ৱুধবার, ১ মার্চ ছিল নীতীশ কুমারের ৬৬ তম জন্মদিন| এদিন প্রথমে ফোন করে বিহারের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী| এরপর টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘শ্রী নীতীশ কুমারের সঙ্গে কথা হল, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম|’ একইসঙ্গে নীতীশ কুমারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী|
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওয়া হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দলই| শুধুমাত্র নীতীশ কুমারই বিমুদ্রাকরণ সমর্থণ করেছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *