BRAKING NEWS

প্রয়াত মণিপুরের প্রবীণ কংগ্রেস নেতা হাজী আব্দুল সালাম, বয়স হয়েছিল ৬৯ বছর

ইম্ফল, ১ মার্চ (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ হাজী আব্দুল সালাম| গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে প্রবীণ এই কংগ্রেস নেতার বয়স হয়েছিল ৬৯ বছর| প্রসঙ্গত, হাজী আব্দুল সালাম হলেন প্রথম মণিপুরী মুসলিম যিনি মণিপুর থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন|
মণিপুরের থৌবাল জেলার হেইবং মাখং-এ জন্মগ্রহণ করেছিলেন হাজী আব্দুল সালাম| তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র ও পাঁচ কন্যাকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *