নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব না পাঠানোয় রাজ্যে আয়ুষ হাসপাতাল গড়ে
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/BJP-UNION-MINISTER-300x169.jpg)
উঠেনি৷ এই অভিযোগ করেছেন আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক৷
মঙ্গলবার ঝটিকা সফরে কৈলাসহর এসেছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক৷ প্রায় ১৫ মিনিট আয়ুষ হাসপাতালে স্থানীয় আধিকারীকদের সাথে বৈঠক করেই চলে যান শ্রীরামপুরস্থিত বিবেকানন্দ হলে৷ প্রায় এক ঘন্টা ছিলেন এবং বক্তব্যও রেখেছেন৷ তাঁর অভিযোগ, আয়ুষ মন্ত্রক ত্রিপুরার আট জেলায় আয়ুষ হাসপাতাল গড়তে চায়৷ কিন্তু, রাজ্য সরকারের তরফ থেকে আজ অবধি কোনও প্রস্তাব পাঠানো হয়নি৷ এইমস এর ধাঁচে প্রত্যেক রাজ্যেও আয়ুষ হাসপাতাল স্থাপন করা হবে৷ আগরতলায় তিনি রিজিওন্যাল ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি সেন্টারের নির্মাণ কাজও পরিদর্শন করবেন৷
কেন্দ্রীয় মন্ত্রীর সরকারী আয়ুষ হাসপাতাল পরিদর্শন শেষ পর্যন্ত দলীয় কর্মসূচী হয়ে দাঁড়ায়৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বসে পড়েন মন্ত্রীর সাথে৷ একদিকে জেলা শাসক ও মেডিকেল সুপার৷ তাঁরা ইতস্তত বোধ করেন৷ যোগা প্রদর্শন, প্রজেক্টারের মাধ্যমে কার্যাবলী প্রদর্শনের সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী৷
দলীয় সভায় মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রভারি সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ৷ দলীয় সভায় তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বিকাশ নীতি লাগু করতে ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বহু কর্মসূচা রূপায়ণ করে চলেছেন৷ দলীয় কর্মী সমর্থকদের আরও সক্রিয় হবার জন্য আহ্বান জানিয়েছেন৷ দলীয় কর্মকর্তা চাঁন মোহন ত্রিপুরা হত্যকান্ডের তদন্ত সিবিআইকে দেওয়ার দাবী জানিয়েছেন সুনীল দেওধর ও বিপ্লব কুমার দেব৷