নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ সম্পত্তি নিয়ে বিবাদ৷ এরই জের ছোট ভাইকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায়৷ দীর্ঘদিন ধরে আড়ালিয়ার শ্যামসুন্দর পাড়ার দুই ভাই বাবুল মিয়া ও রফিক মিয়ার মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল৷ গতকাল রাতে বড় ভাই বাবুল মিয়া তার ছোট ভাই রফিক মিয়াকে ঘরে ঢেকে নিয়ে ভাত খেতে দেন৷ ভাত খেয়ে ঘরে ফিরেই রফিক মিয়া বমি করতে শুরু করেন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবিতে নিয়ে যাওয়া হয়৷ শুক্রবার সকাল সাড়ে দশটায় জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ এই ঘটনায় রফিক মিয়ার স্ত্রী রহিমা বেগম তার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে অভিযোগ এনে ভাসুর বাবুল মিয়ার বিরুদ্ধে কলেজটিলা ফাঁড়িতে মামলা দায়ের করেন৷ রহিমা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল৷ সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ কলেজটিলা ফাঁড়ির পুলিশ খুনের মামলা নিলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷
2017-01-28