আসন্ন পুরসভা নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত শিবসেনার

মুম্বই, ২৭ জানুয়ারি (হি.স.) : আসন্ন পুরসভা নির্বাচনের আগেই মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ভেঙে গেল| বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেছে বলে তারা দলের তরফ থেকে জানিয়েছেন প্রধান নেতা উদ্ভব থ্যাকারে| তিনি বলেন, আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধেই লড়াই করবে শিবসেনা|
এদিকে শিব সেনা জোট ছাড়লেও বিজেপির পক্ষে সরকার চালানো কঠিন হবে না| সরকার চালানোর জন্য রাজ্য বিধানসভায় বিজেপির যথেষ্ট বিধায়ক রয়েছে| ২৮৮ আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১২২ জন| আর শিবসেনা বিধায়ক ৬৩ জন| বৃহস্পতিবার মুম্বইতে একটি জনসভায় উদ্ধব জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের পুর নির্বাচনে একাই লড়বে শিবসেনা| উদ্ধবের এই ঘোষণার ফলে বিজেপি এবং শিবসেনার পঁচিশ বছরের সম্পর্কে বড়সড় ফাটল দেখা দিল| তাঁর দাবি, জোট রাজনীতি করতে গিয়ে গত পঁচিশ বছরে অনেক ক্ষতি হয়েছে| কিন্তু মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে এখনই বেরিয়ে আসার কোনো ইঙ্গিত তিনি দেননি| এবিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, উদ্ধব বলেছেন, লড়াই শুরু হয়ে গিয়েছে, এবার তা চলবে| ফলে ভবিষ্যতে বিজেপি-শিবসেনার সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে|
নোটবাতিলের পর থেকেই বিজেপি-র বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিল শিবসেনা| পুরনির্বাচনের আসন রফা নিয়ে দুই জোট সঙ্গীর বিভেদ চরমে পৌঁছয়| উদ্ধব পরিষ্কার জানিয়েছেন, ভিক্ষার ঝুলি নিয়ে তিনি কারও কাছে যাবেন না| এখানেই শেষ নয়, শিবসেনায় সৈনিকরা রয়েছেন আর বিজেপিতে গুন্ডারা রয়েছে বলেও আক্রমণ শানিয়েছেন উদ্ধব| শরদ পাওয়ারের এনসিপি এবং বিজেপির কাছাকাছি আসা নিয়ে জল্পনা শুরু হতেই পুরনো জোটসঙ্গীর সঙ্গে সম্পর্কে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন উদ্ধব| শরদ পাওয়ারকে এবছর পদ্মবিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা হওয়ার পরের দিনই বিজেপির সঙ্গে জোট না করার কথা জানিয়ে দিলেন শিবসেনা প্রধান| শরদ পাওয়ারের পদ্ম পুরস্কার প্রাপ্তি আসলে গুরুদক্ষিণা বলেও ব্যঙ্গ করেছেন শিবসেনা প্রধান|
যদিও সরাসরি না হলেও পরোক্ষে উদ্ধবকে জবাব দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ| টুইটে তিনি লিখেছেন, ক্ষমতা দখল করাটাই চূড়ান্ত লক্ষ্য নয়, এটা উন্নয়নের একটি মাধ্যম মাত্র| পরিবর্তন আসবেই, যাঁরা শরিক হতে চায় তাঁদের আমরা সঙ্গে নেব| যাঁরা চায় না, তাঁদের বাদ দেওয়া হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *