মুম্বাই, ২৩ জানুয়ারি (হি.স.) : ভারতে এবার ছবির প্রচার করতে এলেন জ্যাকি চ্যান | এমাসেই রিলিজ করছে তাঁর ছবি কুং ফু যোগা | এই ছবির প্রচারেই মুম্বই এসেছেন তিনি | ছবিতে থাকছেন তিন ভারতীয় অভিনেতাও| সোনু সুদ, আমিরা দস্তুর ও দিশা পাটানি|
সম্প্রতি ছবির প্রচারে ভারতে এসেছিলেন ভিন ডিজেল| তাঁকে যেভাবে আপ্যায়ন করা হয়েছিল, জ্যাকি চ্যানকেও সেভাবেই আপ্যায়ন করা হল | ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় তাঁকে| সঙ্গে ছিলেন সোনু সুদ | সবকিছু তিনিই আয়োজন করেছিলেন | ভিন ডিজেলের সময় যেমন উপস্থিত ছিল ব্যান্ড বাজা, তেমনিভাবেই জ্যাকির অভ্যর্থনাও সোনু করেন দেশি আন্দাজে | দা কপিল শর্মা শোয়ে কুং ফু যোগার প্রোমোশন করবেন জ্যাকি| শুটিং তিনি ইতিমধ্যেই সেরে ফেলেছেন| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনু সুদও|
2017-01-23

