তিনসুকিয়া (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : তিনসুকিয়া জেলার অসম-অরুণাচল প্রদেশ-মায়ানমারের সীমান্ত জাগুনে রবিবার সকালে জঙ্গি হামলা পর সেখানে যুদ্ধসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সকালে উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি উগ্রপন্থী সংগঠনের সম্মিলিত মঞ্চের আইইডি হামলায় আসাম রাইফেলস-এর দুই জওয়ান মারা গিয়েছিলেন। এর পর গতকাল গোটা রাত এবং এখন পর্যন্ত অকুস্থল ওয়াড়াবস্তি, টিংকুপানি জঙ্গলে জঙ্গিদের ধরতে সার্চ অপারেশন চালিয়েছে সেনাবাহিনী। ব্যবহৃত হচ্ছে হ্যালিকপ্টার। গতকালের হামলায় জঙ্গিরা ল্যান্ডমাইন ব্যবহার করেছিল বলে জানা গেছে। অসম-অরুণাচল-মায়ানমার সীমান্তবর্তী ১৫৩ নম্বর জাতীয় সড়কে টহলদারী সেনাবাহিনীই ছিল তাদের লক্ষ্যে। এদিকে, আজ সকালে ওয়াড়াবস্তির কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে তিনটি ল্যান্ডমাইন। এগুলোকে দিনজান সেনা ছাউনির বিশেষজ্ঞরা নিষ্ক্রিয় করেছেন। জঙ্গিরা এখনও টিংকুপানির ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। দুর্গম বনাঞ্চলে সার্চ অপারেশনে অসম পুলিশ, ভারতীয় সেনাবাহিনীকে অরুণাচল প্রদেশ পুলিশও সহয়োগিতা করছে বলে জানিয়েছেন অসমের পুলিশপ্রধান মুকেশ সহায়। এদিকে জাগুনের ওয়াড়াবস্তিতে তিনসুকিয়ার পুলিশ সুপার মুগ্ধ হাজরিকাকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক মুকেশ সহায় এসে গোটা পরিস্থিতির খোঁজখবর করছেন। গতকালই এসেছেন রাজ্য পুলিশের আইন-শৃঙ্খলা শাখার প্রধান কুলধর শইকিয়া। জানা গেছে, গতকালের ঘটনা সংঘটিত করেছে উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি জঙ্গি সংগঠনের যৌথমঞ্চ ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট অব ওয়েশিয়ার কো-অর্ডিন্যাশন কমিটি।
2017-01-23