দামাস্কাস, ২১ জানুয়ারি (হি.স.) : সিরিয়ার ইদলিবে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন আল কায়েদার প্রায় দেড়শো জঙ্গির মৃতু্য হযেছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন দাবি করেছে| এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, জঙ্গি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে চালানো এই হামলায় দেড়শো জঙ্গি মারা গিয়েছে| এদের মধ্যে কয়েকজন নেতাও রয়েছেন| বোমারু বিমান বি-৫২ ছাড়াও অন্য আরেক যুদ্ধ বিমানের সমন্বয়ে এই হামলা চালানো হয়েছে|
2017-01-21

