তামিল জনগণের সাংস্কৃতিক আকাঙ্খা পূরণের চেষ্টা করা হচ্ছে ঃ প্রধানমন্ত্রী

modiনয়াদিল্লি ও চেন্নাই, ২১ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে আমরা গর্বিত| তামিল জনগণের সাংস্কৃতিক আকাঙ্খা পূরণের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে| শনিবার সকাল ৭.৫১ মিনিট নাগাদ টুইট করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| যদিও প্রধানমন্ত্রীর এই টুইটের পরেও শান্ত হচ্ছে না তামিল জাতি|
শনিবার জাল্লিকাট্টুর সমর্থণে তামিলনাড়ু জুড়ে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা| রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় মাদুরাই স্টেশনে| এর জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে| উল্লেখ্য, শুক্রবার রাতেই জাল্লিকাট্টু চালু করার জন্য অর্ডিন্যান্সের খসড়ায় ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ ও সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রক| এ বিষয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *