গোয়ালপাড়া / ডিফু (অসম), ২১ জানুয়ারি, (হি.স.) : অসমের গোয়ালপাড়া ও কারবি আংলং জেলার পৃথক পৃথক স্থানে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, গোয়ালপাড়া জেলার দুধনৈ এলাকায় দ্ৰুতগ্রামী একটি ট্রেনের ধাক্কায় জনৈক বিশ্ব দে নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি দুধনৈয়ের শান্তিপুরে।
এদিকে ডিফু রেলওয়ে স্টেশনের কাছে রাজধানী এক্সপ্ৰেসের ধাক্কায় বিজয় জৈন নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি বঙাইগাঁও থেকে আসছিলেন।
দুটি ঘটনায় নিহতদের নিজেদের হেফাজতে নিয়ে তাঁদের পোস্টমর্টেমের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠিয়েছে রেল ও সাধারণ পুলিশ।
2017-01-21