নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ সিট্যুর ছাতার তলায় থাকা আশা, মিড-ডে-মিল কর্মী এবং অঙ্গনওয়াড়ী কর্মীরা ধর্মঘটে সামিল হয়েছেন৷ তাদের দাবী মজুরী কমপক্ষে আঠার হাজার টাকা করতে হবে৷ এছাড়াও বিভিন্ন দাবীতে শুক্রবার তারা রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠিত করেছেন৷ মিছিলে তারা আওয়াজ তুলেছেন মিড-ডে-মিল প্রকল্প এবং পুষ্টি প্রকল্পে খাবার রান্নার ক্ষেত্রে যেসমস্ত সমস্যা দেখা দিচ্ছে সেগুলি অবিলম্বে দূর করতে হবে৷ অন্যথায় আন্দোলন জারী থাকবে৷
2017-01-21