রাজ্যে আরও তিনটি আইআর বাহিনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সংশয় এবং আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নানা সময়ে মতামত প্রকাশ করা হচ্ছিল৷ এই বিষয়টি প্রতিষ্ঠা পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বৈঠকে৷ ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে আরও তিনটি ইন্ডিয়ান রিজার্ভ (আইআর) ব্যাটেলিয়ান গড়ে তুলার দাবীতে সোচ্চার হয়েছেন৷ এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন আাই আর ব্যাটেলিয়ান গড়ে তোলার বিষয়ে ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভলাপম্যান্ট (ডিপিআরডি) খতিয়ে দেখেছে৷ ডিপিআরডি এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে সুপারিশ করেছে৷ পরবর্তী সময়ে বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য৷ রাজ্য সচিবালয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্যে টিএসআর ব্যাটেলিয়ান রয়েছে বারোটি৷ নয়টি আই আর ব্যাটেলিয়ান রয়েছে৷ এছাড়া নতুন আরও তিনটি আইআর ব্যাটেলিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়৷
মুলতঃ টিএসআর ব্যাটেলিয়ানগুলিকে প্রয়োজনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার আইআর ব্যাটেলিয়ান গড়ে তুলেছিল৷ সেই অনুযায়ী রাজ্যের টিএসআর (আইআর) ব্যাটেলিয়ানগুলিকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে রাজ্যের বাইরে নিযুক্ত করছে৷ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশের আধুনিকীকরণ নিয়েও বলেছেন৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, আগামী বাজেট অধিবেশনের পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজ্যে পুলিশের কর্মপদ্ধতী ও দক্ষতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ণ উঠেছিল বিভিন্ন মহল থেকে৷ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে অভিযোগ৷ নিত্যদিন যান সন্ত্রাস, নারী নির্যাতন, খুন-ধর্ষণ ইত্যাদি ঘটে চলছে৷ এই ক্ষেত্রে অনেকাংশেই পুলিশের দূর্বল পরিকাঠামো এবং দক্ষতার অভাবে মামলার তদন্ত প্রক্রিয়া সঠিক ভাবে করা সম্ভব হচ্ছেনা৷ পাশাপাশি আন্তরাজ্য পুলিশ সংযোগ ব্যবস্থাও ততটা সক্রিয় না হওয়ায় সমস্যা হচ্ছে৷ তাই পুলিশের আধুনিকীকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *