সিডনি, ২০ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ১০.০৪ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় সলোমন দ্বীপপুঞ্জে| ভূমিকম্পের উত্সস্থল ছিল কিরাকিরা থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে|
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি|
2017-01-20