নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ প্রেমের ফাঁদে পড়ে গর্ভবতী হলেন বিধবা৷ পাঁচ সন্তানের জননী ঐ বিধবা প্রতারণার শিকার হয়েছেন বলে প্রেমিকের বিরুদ্ধে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন৷ অভিযুক্ত ব্যক্তির নাম অজিত দাস৷ ঘটনাটি ঘটেছে শহরতলীর ভাটি অভয়নগর এলাকায়৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ অজিত দাসের বিরুদ্ধে অভিযোগ ঐ বিধবার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ তার ভিত্তিতে শারীরিক সম্পর্ক গড়েছে৷ বর্তমানে বিধবা গর্ভবতী৷ এনিয়ে এলাকায় নানা কথাও শুরু হয়েছে৷ একই সঙ্গে ঐ মহিলার সন্তানরাও রীতিমতো মুখ লুকিয়ে চলাচল করছে৷ ছিঃ ছিঃ রব উঠেছে৷
2017-01-20