সুরাট, ২০ জানুয়ারি (হি.স.): ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে অচল নোট বদলের জন্য সুরাটের বিনিয়োগকারী জিগনেশ কিশোরীভাই ভাজিওয়ালা (৪১)-কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ধৃতের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে| ইডি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১.৪৫ মিনিট তাকে গ্রেফতার করা হয়|
নোট বাতিলের পর গত বছরের ডিসেম্বর মাসে ভাজিওয়ালার অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা এবং সোনা উদ্ধার করেছিলেন আয়কর দফতরের আধিকারিকরা| এরপরই ভাজিওয়ালা এবং তার পরিবারের লোকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই| সেই ভিত্তিতে ক্রিমিনাল এফআইআর দায়ের করে ইডি| শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা জানিয়েছেন, ‘ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে যোগসাজশে ভাজিওয়ালা পরিবার ভুয়ো নথি দেখিয়ে বিরাট পরিমাণ বাতিল নোট নতুন করেছেন| বেনামে একাধিক ব্যাঙ্ক লকার খুলে বেহিসেবি সম্পত্তি গচ্ছিত রাখত তারা|’
2017-01-20