উত্তরপ্রদেশে এটা জেলায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, মৃত্যু কমপক্ষে ২৫ পড়ুয়ার

accidentএটা (উত্তর প্রদেশ), ১৯ জানুয়ারি (হি.স.): সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের এটা জেলার আলিগঞ্জে| বৃহস্পতিবার সকালে একঝঁাক পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল জে এস বিদ্যা স্কুলের একটি বাস| ঘন কুয়াশার কারণে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির| এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়| বাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই মৃতু্য হয় ২২ জন স্কুল পড়ুয়ার| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সা চলাকালীন মৃতু্য হয় আরও ৩ পড়ুয়ার| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে লোয়ার কেজি থেকে শুরু করে সপ্তম শ্রেণির পড়ুয়ারা ছিল|

মর্মান্তিক দুর্ঘটনার কিছু পরেই উত্তর প্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ টুইট করে জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এটা জেলার আলগঞ্জে| এখনও পর্যন্ত ২৫ জন পড়ুয়ার মৃতু্য হয়েছে| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় হয়তো মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে| শোনা যাচ্ছে, প্রবল ঠান্ডার জন্য গত তিন দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এটা প্রশাসন| তা সত্ত্বেও খোলা ছিল জে এস বিদ্যা স্কুল|