BRAKING NEWS

দাঁতনে গ্রামীণ মেলার উদ্বোধন করে শান্তির বার্তা দিলেন রাষ্ট্রপতি, ছিলেন রাজ্যপালও

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

দাঁতন, ১৯ জানুয়ারি (হি.স.) : আর একবার শান্তির পক্ষে একবার বার্তা দিলেনরাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| | বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রামীণ মেলার উদ্বোধন কলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| সেখানেই শান্তির পক্ষে আরও একবার বার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন, পৃথিবীটা ক্রমশ হিংস্র হয়ে উঠছে| অশান্তি বেড়ে চলেছে| বিশৃঙ্খল ঘটনা ঘটছে| শুধু আন্তর্জাতিক ক্ষেত্র নয়, আমাদের দৈনন্দিন জীবনেও এসব ঘটে চলেছে| কিন্তু, এই হিংসা, বিশৃঙ্খলা স্বাভাবিক নয়| মানুষের পক্ষে স্বাভাবিক হল ভালোবাসা| কোনও কিছু বর্জন করা নয়, স্বাভাবিক হল গ্রহণ করা| কাউকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়, উচিত সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে চলা| গ্রামীণ মেলা আপনাদের সেই বার্তা দেওয়ার চেষ্টা করে| তার জন্য আমি অভিনন্দন জানাই| এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও |
এবার ২৮ বছরে পা দিল দাঁতনের গ্রামীণ মেলা| সরাইবাজার সংহতি ময়দানে মেলার আয়োজন করে দাঁতন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন| মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে হেলিকপ্টারে দাঁতন আসেন রাষ্ট্রপতি| ১১টা ১৫ মিনিট নাগাদ তিনি দাঁতনে এসে পৌঁছন| ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁতনের বামুনপুকুরে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে| জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা কংগ্রেস নেতৃত্ব তাঁকে স্বাগত জানান| আসেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি| ৩ কিলোমিটার সড়কপথে সংহতি ময়দানে পৌঁছন তাঁরা| শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনিতে বরণ করে নেওয়া হয় রাষ্ট্রপতি ও রাজ্যপালকে| প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন রাষ্ট্রপতি|
তবে দেশের ও রাজ্যের প্রথম নাগরিকের নিরাপত্তার কথা মাথায় রেখে এদিনের সমগ্র অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা| রাষ্ট্রপতির নিরাপত্তার কথা মাথায় রেখে মেলার স্টল খোলা হয়নি| গোটা যাত্রাপথে নিরাপত্তায় ছিলেন সাতজন পুলিশ অফিসার, ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর‌্যাদার আধিকারিক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *