বাইহাটা (অসম), ১৬ জানুয়ারি, (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বাইহাটার মুকুন্দপুরে ফের খাদ্য বিষক্রিয়ায় আবালবৃদ্ধবনিতা-সহ এখন পর্যন্ত কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থল বিহদিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মুকুন্দপুর নদীপাড় চুবুড়িতে ঘটেছে। প্রসাদী মটরবুট খেয়ে গতকাল রবিবার প্রথমে প্রায় ৩৫ জন অসুস্থ হলে তাদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়। এদের মধ্যে দশজনকে প্রাথমিক চিকিৎসা করে এবং ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই একই অসুখে আক্রান্ত আরও নতুন দশজন রোগীকে আজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রতি বছরের মতো এবারও বিহু (সংক্রান্তি) উপলক্ষে শনিবার রাতে মুকুন্দপুরের বাসিন্দারা খোলা মাঠে ভেলাঘরের নীচে নামকীর্তন করেন। কীর্তনের পর জমায়েত গ্রামের শিশু-মহিলা, বৃদ্ধ-বৃদ্ধারা ভেজানো বুট-মাষকলাই খেয়ে যে যার বাড়ি ফিরে যান।
জানা গেছে, প্রসাদ গ্রহণের প্রায় আধা ঘণ্টা পর থেকে যারা তা খেয়েছেন তাদের শরীর খারাপ হতে থাকে। শুরু হয় শৌচ-বমি, মাথা ব্যথা, সঙ্গে জ্বর। আচমকা এ ধরনের অনভিপ্রেত ঘটনায় গোটা গ্রামে হইচই পড়ে যায়। মাটি হয়ে যায় বিহুর আনন্দ। স্থানীয় আশাকর্মী জনৈক কবিতা দাসের তৎপরতায় আক্রান্তদের নিয়ে যাওয়া হয় বিহদিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রায় ৩৫ জন রোগীর মধ্যে কয়েকজন কিছুটা সুস্থ অনুভব করলে বাড়ি পাঠিয়ে দেন ডাক্তারবাবু। আর যাদের স্বাস্থ্যের অবনতি ঘটছিল উন্নত চিকিৎসার জন্য তাদের গুয়াহাটির মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতাল এবং আমিনগাঁওয়ে অবস্থিত বাফনা সিভাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে হীরকজ্যোতি ডেকা নামের সাত বছরের এক শিশুর অবস্থা এখনও সংকটজনক বলে জানানো হয়েছে।
2017-01-16
