সিডনি, ১৬ জানুয়ারি (হি.স.) : আসন্ন ভারত সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়ার | সেই দলে সুযোগ পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল| স্টিভ স্মিথ পরিচালিত এই দলে মোট ছজন ব্যাটসম্যান, চারজন স্পিনার, তিনজন পেসার, দুজন অলরাউন্ডার এবং একজন অভিজ্ঞ উইকেটরক্ষক নেওয়া হয়েছে|
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্তবর্তীকালীন জাতীয় নির্বাচক ট্রেভর হনস জানালেন, ম্যাক্সওয়েলকে দলের অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে| তিনি বললেন, আমরা সকলেই জানি যে গ্লেন স্পিনের বিরুদ্ধে কতটা মারাত্মক হয়ে উঠতে পারে| পাশাপাশি, ভারতে খেলার অভিজ্ঞতাও ওর আছে| আশা করছি ওর ঝোড়ো ব্যাটিং এবং স্পিন বোলিং দলের কাজে লাগবে|
2017-01-16

