দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের বক্তব্য আত্মহত্যা

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ সংসারে অশান্তির জেরে পৃথক স্থানে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ একটি ঘটনায় টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেন বলে খবর রটে গেছে৷ ঐ মহিলা কাঁঠালিয়া এলাকার শ্যামল ভদ্রের স্ত্রী সীমা ভদ্র(২৮)৷ অপর আরেকটি ঘটনা স্বামীর অবৈধ সম্পর্ককে নিয়ে দীর্ঘদিন ধরে সংসারে অশান্তির কারণে কমলপুরে হালাহালির কৃষ্ণনগর এলাকার বাসিন্দা শংকর দে’র স্ত্রী শিল্পী দে’র (২৬) অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ একই দিনে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যর ঘটনা সামাজিক অবক্ষয়ের বিষয়টি আরো মারাত্মকভাবে প্রকট হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্ধনের টাকা নিয়ে কাঁঠালিয়ার বাসিন্দা শ্যামল ভদ্রের সাথে তার স্ত্রী সীমা ভদ্রের প্রচন্ড ঝগড়া হয়৷ ঝগড়া একসময় হাতাহাতিতে পরিণত হয়৷ তবে অভিযোগ, স্বামী তার স্ত্রীকে প্রচন্ড মারধর করেছেন৷ আর তাতেই অভিমানী স্ত্রী সীমা ভদ্র কীটনাশক খেয়ে নেন পারিবারের সদস্যদের বক্তব্য৷ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক দেখে জিবিতে স্থানান্তর করেন৷ কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোরে ঐ গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এই ঘটনায় অস্বাভাকি মৃত্যুর একটি মামলা হয়েছে৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, ঐ মহিলাকে বিষ খাইয়ে হত্যা করে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করা হয়েছে৷ যদিও পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তদন্ত শুরু করেছে৷
অপর আরেকটি ঘটনায় কমলপুর মহকুমার হালাহালির কৃষ্ণনগরে স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল৷ বেশ কয়েকদিন আগে শংকর দে’র অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারেন তার স্ত্রী শিল্পী দে৷ তাদের একটি ছেলে সন্তান রয়েছে৷ গত কয়েকদিন ধরে তাদের মধ্যে অশান্তি চরম আকার ধারণ করেছিল৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতন্ডা হত৷ কখনো কখনো স্বামী মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে আসলে ঝগড়া শুরু হলে সে তার স্ত্রীকে মারধরও করত৷ এমনই শুক্রবার রাতে মদমত্ত অবস্থায় স্বামী শংকর দে বাড়ি ফিরলে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়৷ প্রচন্ড উত্তেজিত অবস্থায় শংকর দে তার স্ত্রীকে ভীষণ মারধর করেন৷ তার থেকেই অভিমানী স্ত্রী কীটনাশক খেয়ে নেন বলে পরিবারের সদস্যদের বক্তব্য৷ তাকে প্রথমে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক দেখে তাকে জিবিতে স্থানান্তর করেন৷ শনিবার দুপুর ১২ টা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শিল্পী দে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এই ঘটনাতেও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে৷ তবে সূত্রের খবর, শংকর দে’র বিরুদ্ধে তার শ্বশুর বাড়ির লোকেরা স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে মামলা করবেন৷
বর্তমান সময়ে পরিবারের অশান্তি সামাজিক অবক্ষয়ই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিণতি প্রতিনিয়তই শিরোনামে স্থান পাচ্ছে৷ একই দিনে রাজ্যে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু প্রচন্ড উদ্বেগজনক৷ গার্হস্থ্য হিংসার শিকার হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনা এরাজ্যে বেড়েই চলছে৷ এক্ষেত্রে সচেতনতার বিষয়টি নিয়ে আরও এগিয়ে আসতে হবে পুলিশের ‘প্রয়াস’কে৷ যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রতিবছরই পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্থানে ‘প্রয়াস’ কর্মসূচী পালন করা হয় সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণকে নিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *