নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : ফের বিতর্কে জড়াল অ্যামাজ়ন। ভারতীয় পতাকা ছাপা পাপোষের পর মহাত্মা গান্ধীর মুখ আঁকা চটি। অ্যামাজনের মার্কিন পোর্টালে এই ‘গান্ধী ফ্লিপ ফ্লপস’–ই বিক্রি হচ্ছে। দাম ১৬.৯৯ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা। টুইটারে কয়েক জন বিষয়টি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন। যদিও এই নিয়ে বিদেশ মন্ত্রক সরাসরি কোনও মন্তব্য করেনি।
চলতি সপ্তাহের প্রথমদিকে অ্যামাজন কানাডার সাইটে ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরে কড়া পদক্ষেপ নিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কানাডার ভারতীয় হাইকমিশনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, ভারতবাসীর ভাবাবেগে আঘাত করায় নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অ্যামাজ়নকে। নইলে ভারতে আসার ভিসা পাবেন না ওই সংস্থার কর্মীরা। পরে যদিও বিদেশমন্ত্রীর হুঁশিয়ারির পরে পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে আপত্তিকর পাপোশের ছবিটি সাইট থেকে সরিয়ে নেয় অ্যামাজ়ন।
2017-01-15