পাকিস্তানকে জল না দেওয়ার পরিকল্পনা করলে ভারতে রক্তনদী বওয়ানোর হুমকি হাফিজের

hafiz saeedলাহোর, ১৪ জানুয়ারি (হি.স.) : ফের ভারতকে হুমকি দিল মুম্বই হামলার মূল চক্রী এবং জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ| এবার হাফিজ বলে, ভারত যদি পরিকল্পনা করে পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে, তাহলে রক্তনদী বয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হাফিজ| তার দাবি, কাশ্মীরি মুজাহিদিনরা ভারতকে ধীরে ধীরে ধ্বংস করছে, এবং নয়াদিল্লি বাস্তবে সেটা আটকাতে কিছুই করতে পারবে না| এবং এই লড়াইয়ে তিনি একলা নন, তার সঙ্গে রয়েছেন বালোচ সহ গোটা পাকিস্তানবাসী| হাফিজের দাবি, বালোচ নেতা শাহজাহান ৱুগতি তার সঙ্গে হাত মিলিয়েছেন, এবং জানিয়েছেন তিনি কাশ্মীরিদের জেহাদ আন্দোলনে তাদের পাশে রয়েছেন| লাহোরের ওই জনসভায় হাফিজ বলেন, কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনে তিনি তাঁদের পাশে রয়েছেন, কারণ, কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *