নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ ভিভিআইপি’দের নিরাপত্তায় আরো বুলেট প্রুফ গাড়ি আসছে৷ বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নতুন বুলেট প্রুফ গাড়ি ২/৩ দিনের মধ্যে রাজ্যে এসে যাবে৷ যার মূল্য ৬৮ লক্ষ টাকা৷ রাজ্য পুলিশের জনৈক শীর্ষ কর্তা জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য এবং আরো কয়েকজন ভিআইপি, ভিভিআইপি’দের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে৷ অবশ্য এটি পুলিশের আধুনিকীকরণেরও একটি অঙ্গ বলে তাঁর দাবি৷
2017-01-13