আজমগড়, ১২ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের আজমগড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল প্রাইভেট গাড়ি| মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন| গুরুতর আহত হয়েছেন আরও ২ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ৱুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার কপ্তানগঞ্জ এলাকায়| দুর্ঘটনায় মৃতদের নাম হল পুলকেশ (৩২), তাঁর স্ত্রী শিপি (৩০) ও কন্যা চারু (৪) এবং আরও ৩ জন| গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় এফআইআর রুজু করেছে পুলিশ|
2017-01-12