ওরাঙ্গালা, ১১ জানুয়ারি (হি.স.): তেলেঙ্গানার ওরাঙ্গাল জেলায় মোটরভ্যানে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি| বুধবারের সকালের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই চাষী| গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন| সঙ্কটজনক অবস্থায় তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, বুধবার সকালে মোটরভ্যানে করে পালাকুরথি থেকে এনুমামুলা মার্কেটে যাচ্ছিলেন দুই চাষী| মোটরভ্যানটি যখন পুন্নেলু ক্রসিংয়ের কাছে পৌছয়, তখনই মোটরভ্যানটিতে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই চাষী| সঙ্কটজনক অবস্থায় ৩ জনকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মৃত দুই চাষীর নাম হল, বি বৌজ্য (৬০) এবং গোগুলোতু বিচু (৪০)| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|
2017-01-11