কলকাতা, ১১ জানুযারি (হি.স.) : আগামী ১৪ জানুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর পক্ষ থেকে কলকাতায় এক বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে| ওই সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসছেন সংগঠনের প্রধান মোহন ভাগতব| আগামী ১৪ জানুয়ারি (শনিবার ) কলকাতর ব্রিগেড প্যরেড গ্রাউন্ডের ওই সম্মেলনের প্রধান বক্তা মোহন ভাগবত| ওই সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে ১৪ জানুয়ারি তিনি কলকাতায় আসবেন বলে ৱুধবার জানান আরএসএস-এর দক্ষিণবঙ্গ প্রান্ত কার্যবাহ জিষ্ণু বসু| ওই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে সংঙ্ঘের কার্যকর্তারা|
এদিকে, ওই দিনের সভা নিয়ে এখনও টালবাহানা করছে কলকাতা পুলিশ| এমনটাই দাবি করা হয়েছে আরএসএস-এর পক্ষ থেকে| এখনও পুলিশ ওই সভার জন্য লিখিত অনুমতি দেয় নি| এবিষয়ে জিষ্ণু বসু বলেন, পুলিশ লিখিত অনুমতি না দেওয়ায় আদালতে এক পিটিশন দায়ের করা হয়েছে| যার শুনানিতে আদালত বলেছে সভার জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই| পুলিশ সভার স্থান পর্যবেক্ষণ করতে পারে| সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা পুলিশের দায়িত্ব দাবি আরএসএস-এর|