ত্রিপুরায় নির্বাচনের কৌশল ঠিক করতে ১৭ জানুয়ারি বৈঠক বসছে আইএনপিটি-র কেন্দ্রীয় কমিটির

Features of Indian Electionআগরতলা, ৯ জানুয়ারী৷৷ আঞ্চলিক দল আইএনপিটি আগরতলা প্রেসক্লাবে ১৭ জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রেক্ষাপটে কৌশল এবং দলের রণনীতি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে৷ এছাড়াও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায়ন এবং ককবরক ভাষার ৮ ম তফশিলে স্বীকৃতি দানের দাবিতে দিল্লির যন্তর মন্তর অবস্থান ধর্মঘট সংগঠিত করা হবে৷
আইএনপিটি-র সাধারণ সম্পাদক ও সাবেক এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা বলেন, দুই শতাধিক পার্টি নেতা- কর্মীদের আলোচনায় অংশ নেবেন৷ ১৭ জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট এবং রণকৌশল নিয়ে চর্চা হবে এই বৈঠক৷
তিনি বলেন, আইএনপিটি তার দাবীতে আনড় রয়েছে৷ এডিসিকে কেন্দ্র থেকে সরাসরি অর্থ দিতে হবে৷ রাজ্য সরকারের মাধ্যমে নয়৷ জগদীশ বাবু বলেন, ককবরক ভাষাকে সংবিধানের ৮ ম তফশিলে স্বীকৃতি দিতেই হবে৷ এছাড়াও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে৷ এই দাবিতে দিল্লির যন্তর মন্তর আস্থান ঘর্মঘট সংগঠিত করা হবে আগামী ২১ ফেব্রুয়ারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *