BRAKING NEWS

আয় বাড়াতে ব্র্যান্ডিংয়ের পথে ভারতীয় রেল, নাম বদল একাধিক দূরপাল্লার ট্রেনের

indianrailwaylogoনয়াদিল্লি, ৯ জানুয়ারী৷৷  আয় বাড়াতে ব্র্যান্ডিংয়ের পথে ভারতীয় রেল৷ নাম বদল হতে চলেছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের৷ প্রধানমন্ত্রী অনেক দিন আগেই রেল দরফতকে আয় বাড়ানোর বিষয়ে চাপ দিয়েছিলেন৷ শুধু যাত্রী ভাড়া বাড়িয়ে দিয়েই নয়, অন্য পথেও রেলের আয় বাড়ানোর কথা বলেছিলেন তিনি৷ সেই পরামর্শ মেনেই এবার এক একটি ট্রেনের ব্রান্ডিংয়ের পথে হাঁটছে ভারতীয় রেল৷ এর ফলে কয়েকদিনের মধ্যেই লাইন ধরে ছুটতে দেখা যেতে পারে পেপসি রাজধানী এক্সপ্রেস, বা কোক শতাব্দী এক্সপ্রেস৷ ট্রেন থাকবে আগের মতই, শুধু নাম পাল্টে যাবে৷ অর্থাৎ এবার থেকে একাধিক দূরপাল্লার ট্রেনেবগির ভিতরে ও বাইরে থাকবে বড় কোনও সংস্থার নাম৷ যেমন, রাজধানীর বর্যান্ডিং করবে পেপসি, আর আর শতাব্দীর কোকাকোলা, নাম পাল্টে ট্রেনের সম্ভাব্য নাম হতে পারে পেপসি রাজধানী বা কোক শতাব্দী৷ ট্রেনের পাশাপাশি, বর্যান্ডিং করা হবে স্টেশনেরও৷ সেখানেও বর্যান্ডিং সংস্থার সঙ্গে জুড়ে যাবে বড় কোনও স্টেশনের নাম৷ এই পরিকল্পনা নাকি প্রথম হয়েছিল ইউপিএ সরকারের আমলে৷ কিন্তু তখনও বিষয়টি বাস্তবায়িত হয়নি৷ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি তোলেন নিজের মন্ত্রী সভার আলোচনায়৷ সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিজ্ঞাপনের আয় বাড়াতে স্টেশনেও এবার থেকে থাকবে একাধিক সুযোগ৷ থাকবে বড় এলইডি স্ক্রিন, সেখানেই দেখানো হবে বিজ্ঞাপন৷ ভবিষ্যতে, টিকিট ছাড়াও অন্য উৎস থেকে এছাড়াও টাকা তুলতে বিভিন্ন লেভেল ক্রসিং, রেল লাইনের ধারের জনবহুল এলাকা, ও প্ল্যাটফর্মকে ব্যবহার করবে রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *