নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ সিপাহিজলা জেলার সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় একটি ম্যাক্স গাড়ি আটক করে প্রচুর পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ জানা যায়, সোনামুড়া থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ব্রিজ চৌমুহনীতে উৎ পেতে বসে থাকে৷ খবর অনুযায়ী ম্যাক্স গাড়িটি ব্রিজ চৌমুহনীতে পৌঁছলে পুলিশ গাড়িটির গতি রোধ করতে সক্ষম হয়৷ ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে ১হাজারেরও বেশি পরিমাণ বিলেতি মদের বোতল উদ্ধার করা হয়৷ মদবোঝাই গাড়িটি সোনামুড়া থানায় নিয়ে আসা হয়৷ এব্যাপারে সোনামুড়া থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ জানা গেছে, বাংলাদেশে পাচারের জন্যই গাড়ি বোঝাই করে বিলেতি মদ নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সোনামুড়া থানার ওসি জানিয়েছেন৷ উল্লেখ্য, সোনামুড়ায় বেশ কিছু এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি৷ উন্মুক্ত সীমান্ত পথের সুযোগকে কাজে লাগিয়ে চোরাকারবারীরা প্রতিনিয়ত ফেন্সিডিল, কোরেক্স সহ অন্যান্য নেশা জাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করে চলেছে৷ সীমান্তে তেমন কোন কঠোরতা নেই৷ সে সুযোগকে কাজে লাগিয়েই পাচারকারীরা তাদের অবাধ বাণিজ্য অব্যাহত রেখেছে৷ অবিলম্বে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন করার জন্যও এলাকাবাসীর তরফে দাবি জানানো হয়েছে৷