সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ত্রিপুরা ভবনের এক কর্মী, চালক পলাতক

accidentকলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন ত্রিপুরা ভবনের এক কর্মী| গাড়ির ধাক্কায় আহত ব্যক্তির নাম অসীম দাস| গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের ডিডি ব্লকে ইন্দিরা ভবনের সামনে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল তখন ৯.৩০ হবে| ইন্দিরা ভবনের সামনে ত্রিপুরা ভবনের কর্মী অসীম দাসকে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিটি সেন্টার থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল হোন্ডা সিটি গাড়িটি| অসীম বাৱুকে ধাক্কা মারার পরেই, সুযোগ ৱুঝে পালিয়ে যায় গাড়ির চালক| ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *