কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত| সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী-সমর্থকরা| কার্যত মঞ্চ তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করেন শাসক দলের কর্মীরা| বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ মিছিল করে এসে বিক্ষোভে সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মী-সমর্থকরা| এদিকে, কোনওরকম অপ্রীতিকর অপরিস্থিতির মোকাবিলার জন্য সিবিআই দফতরের সামনে মোতায়েন থাকে পুলিশ| সোমবার কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী-সমর্থকরা|
শুধু কলকাতাই নয়, সুদীপের গ্রেফতারির প্রতিবাদে ওডিশার রাজধানী ভুবনেশ্বরে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী-সমর্থকরা|
2017-01-09