নয়াদিল্লী, ৮ জানুয়ারী (হিঃসঃ)৷৷ সাধারণ নাগরিকদের স্বস্তি দিয়ে পেট্রোল পাম্পে কার্ডে লেনদেন করার ক্ষেত্রে যে কর ধার্য করেছিল ব্যাঙ্কগুলি তা তুলে নেওয়া হয়েছে৷ তাই আগামীকাল তথা সোমবার থেকে পেট্রোল পাম্পে কার্ডের মাধ্যমে জ্বালানি ক্রয় করা যাবে৷ ব্যাঙ্কগুলো জানিয়ে দেয়, তারা অতিরিক্ত এক শতাংশ পরিষেবা কর নেবে না৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৩ তারিখ পর্যন্ত আপাতত কার্ডে তেল কেনা যাবে৷ মূলত, পেট্রোল পাম্পগুলির বিদ্রোহের পরই এবিষয়ে হস্তক্ষেপ করে কেন্দ্র৷ কেন্দ্রের হস্তক্ষেপের পরই ব্যাঙ্কগুলি বাড়তি কর মুকুব করার সিদ্ধান্ত নেয়৷
সারা ভারতে পেট্রোল পাম্পে কেনাটাকার ওপর ১ শতাংশ কর চাপিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক৷ সেই সিদ্ধান্তের প্রতিবাদেই সোমবার থেকে কার্ড নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল৷ একথা জানিয়ে অখিল ভারতীয় কর্ণাটক ফেডারেশন অফ পেট্রেআলিয়ামের সভাপতি বিআর বরীন্দ্রনাথ অভিযোগ করেন, আমরা তলের দাম ঠিক করি না৷ নির্দিষ্ট দামেই বিক্রি করতে হয় তেল৷ লাভ থাকে ০৩ থেকে ০৫ শতাংশ কর চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো আমাদের হয়তো পেট্রোল ক্ষতি করে বিক্রি করতে হয়৷ তা কোনও ভাবে সম্ভব নয়৷
জানা গিয়েছে, গত শনিবার গত ১৬ তারিখে জারি হওয়ার রিজার্ভ ব্যাঙ্কের একটি নির্ধেশিকাকে হাতিয়ার করে অন্যান্য ব্যাঙ্কগুলি জানিয়ে দেয় যে এবার থেকে ক্রেডিট কার্ডে জ্বালানি কিনলে ডিলারদের থেকে এমডিআর ধার্য করা৷
ব্যাঙ্কগুলির নির্দেশিকা অনুযায়ী ডেবিট কার্ডের ক্ষেত্রে এই এমডিআর হবে ০২৫ থেকে ১ শতাংশ৷ এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই চার্জ হবে ১ শতাংশ৷ দুদিনের রাজ্যস্তরে বৈঠকের পর দিনই সংগঠনের সভাপতি অজয় বনসল জানান, প্রত্যেক পেট্রোলিয়াম ডিলার ২ শতাংশ এডিআই লাভ্যাংশে কাজ করে থাকে৷ এবার ১ শতাংশ ব্যাঙ্ক নিয়ে নিলে, লাভ্যাংশ কমে যাবে৷ তিনি বলেন, আমরা অনেক কম লাভে কাজ করি৷ এবার এই চার্জ ধার্য করা হলে, ব্যবসাই করা যাবে না৷ তিনি যোগ করেন, ডেবিট -ক্রেডিট কার্ডে পেট্রোল-ডিজেল কিনলে ০৭৫ শতাংশ হারে মিলবে ছাড় বলে ঘোষণা করেছিল কেন্দ্র৷ অ্যাসোসিয়েশনের অভিযোগ, ঘোষণার পর ছাড়ের টাকা দেয়নি তেল সংস্থাগুলি৷
2017-01-09