নোট বাতিলের সিদ্ধান্তে উপত্যকায় জঙ্গি কার‌্যকলাপ ও সন্ত্রাস কমেছে, গোয়েন্দা রিপোর্ট

J&Kনয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে উপত্যকায় জঙ্গি কার‌্যকলাপ ও সন্ত্রাস কমেছে| এমনটাই দাবি করেছে দেশের গোয়েন্দা বিভাগ| তাদের মতে, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মার খেয়েছে কাশ্মীরের হাওয়ালা ব্যবসা| সাধারণত হাওয়ালা এজেন্টদের কারবার চলত পাঁচশো ও একহাজার নগদ টাকায়| আর সেখানেই মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের| তাই সন্ত্রাসও দমন| নোট বাতিল পর্ব শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, এই উদ্দেশ্যে ব্যবসা মুখ থুবড়ে পড়তে হয়েছে|
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, হাওয়ালা ব্যবসা কমেছে কমপক্ষে ৫০০ টাকা| এখান থেকে জঙ্গিদের ফান্ডের বেশির ভাগ অংশ যেত| ফলে স্বাভাবিকভাবেই জঙ্গিবাদও অনেকাংশেই নিরস্ত হয়েছে| পাশাপাশি কোয়েটা আর করাচির কারখানা থেকে জাল ভারতীয় নোট ছাপানো হত, সমস্যা হয়েছে সেখানেও| কাশ্মীরে পাথর ছোঁড়ার জন্য যে টাকা দেওয়া হত সেটাও বন্ধ হয়ে গিয়েছে| ফলে কার‌্যত শান্ত হয়েছে উপত্যকাও|
গোয়েন্দাদের দাবি নোট বাতিলের জেরে কাশ্মীরে সন্ত্রাসবাদ ৬০ শতাংশ কমেছে| সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের টাকার জোগান আসে নগদেই| আর সেখানেই এসেছে বাধা| ফলে সেনা জওয়ানদের সন্ত্রাস দমনের অভিযানও সফল হয়েছে| কাশ্মীরের রিয়েল এস্টেট, জমি মাফিয়াদের প্রভাবও কমেছে| শুধুমাত্র জঙ্গি নয়, বিচ্ছিন্নতাবাদী, চরমপন্থীদের হাতেই নেই নগদ টাকা|
এছাড়া একইসঙ্গে মাওবাদীদেরও নোট সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি গোয়েন্দাদের| বাস্তারের জঙ্গলের মাওবাদীরা রীতিমত লোকজনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছিল নোট বদলে দেওয়ার জন্য| মাওবাদীদের কাছ থেকে অন্তত ৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে|